মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও মামলা দায়ের

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জ্বালানি তেলব্যবসায়ির বিরুদ্ধে মামলাসহ জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলমের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, গতকাল মেহেরপুর পৌরসভার ওয়াপদার মোড়, গাংনী উপজেলার গাড়াডোব বাজার ও বাঁশবাড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অভিযোগে ওয়াপদা মোড়ের জ্বালানি তেলব্যবসায়ী আবু তাহের, শিমূল ও সালাউদ্দিন, গাংনী উপজেলার গাড়াডোব বাজার এলাকার মনিরুজ্জামান এবং বাঁশবাড়িয়া বাজারের লিখনের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ তাদের নিকট থেকে মোট ৩ হাজার ৬শ’ টাকা আদায় করা হয়। বেলা সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালাতে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলমের সাথে বিএসটিআই খুলনার পরিদর্শক কামরুজ্জামান, মেহেরপুর সদর থানার এসআই আব্দুস সেলিম, জেলা প্রশাসনের পেসকার আফতাব প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।