মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩১ মোটরসাইকেল মালিককে জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের উপকন্ঠে ব্র্যাক অফিসের কাছে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাড়ীর বৈধ কাগজপত্র না থাকায় ৩১ মোটরসাইকেল মালিকের নিকট থেকে প্রায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান পৃথকভাবে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় মোট ৩১টি মোটরসাইকেল মালিকের নিকট থেকে ৮ হাজার ৮শ টাকা আদায় করেন। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, ফিটনেস ও ট্যাক্স টোকেন পরীক্ষা করা হয়। যথাযথ কাগজপত্র না থাকায় ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশে তাদের দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় মেহেরপুর সদর থানায় এসআই মেজবাহ ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন।