মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

 

 

মেহেরপুর অফিস: আইন অমান্য করে বিড়ি সিগারেটের খালি প্যাকেট বিজ্ঞাপন হিসেবে প্রদর্শন করায় কয়েকজন দোকানদারকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। গতকাল সোমবার দুপুরে অভিযানে ৮ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ লঙ্ঘন করে বিভিন্ন দোকানে সিগারেটের খালি প্যাকেট বিজ্ঞাপন হিসেবে প্রদর্শন করা হচ্ছিলো। অভিযানে শহরের স্টেডিয়াম সড়কের গুরু গোবিন্দ সাহা, মুকুল হোসেন ও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে মোটরযান আইনে এক ব্যক্তির কাছ থেকে ৩শ’ টাকা ও বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯’র ৬(১) ধারায় শহরের হোটেল মালিক বাহারুলের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধির ২৭৩ ধারায় হোটেল মালিক আনিছুর রহমানের কাছ থেকে ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।