মেহেরপুরে বেতন-ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতার দাবিতে ডাককর্মী সমাবেশ

 

মেহেরপুর অফিস: বেতন-ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতা পাওয়ার দাবিতে ডাককর্মী সমাবেশ করেছে বাংলাদেশ শাখা ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখা।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি ইউনুচ আহম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তর বানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রখেন বাংলাদেশ শাখা ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রেজা, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, ডাক কর্মচারী জিয়াউর রহমান, জাহের সরকার প্রমুখ। সমাবেশে জেলা পোস্ট অফিসের সকল শাখা পোস্টমাস্টারসহ ডাক কর্মীরা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, অধিকাংশ শাখা পোস্ট অফিসের পোস্টমাস্টারদের নিজেদের ঘর ব্যবহার করা হয় এবং এই ঘরের ভাড়া পাওয়া যায় না। পোস্ট মাস্টারদের সরকার যে ভাতা দেয় তা খুবই সামান্য। তা দিয়ে সংসার চলে না। অনেক সময় ডাকের সরঞ্জামও নিজের খরচে কিনতে হয়। এছাড়া সরকারের পৃষ্ঠপোষকতায় পোস্ট অফিসের ভবন নির্মাণ, বেতন-ভাতা বৃদ্ধিসহ উৎসব ভাতা পাওয়ার দাবিও জানান তারা ।