মেহেরপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মাঝে যৌথবাহিনীর অভিযান ভীতি

স্টাফ রিপোর্টার: সম্প্রতি সাতক্ষীরা জেলায় যৌথবাহিনীর অভিযানের পর মেহেরপুরেও অভিযানের গুঞ্জন চলছিলো। অবশেষে সে গুঞ্জন বাস্তবে পরিণত হয়েছে। তবে অভিযানের ফলাফল সাতক্ষীরার চেয়ে অনেকটাই ভিন্ন। গত বৃহস্পতিবার ভোর থেকে ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর চারদিকে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। কয়েকটি গ্রামে শ্মশানের নীরবতা নেমে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াত অধ্যুষিত কয়েকটি গ্রাম এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। নেতা-কর্মী ছাপিয়ে আতঙ্ক বিরাজ করছে সমর্থকদের মাঝেও। এই বুঝি যৌথবাহিনীর অভিযান শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যার আগ থেকেই রাজনগর, বারাদী, আমঝুপিসহ কয়েকটি গ্রামের বাজার ও চায়ের দোকানগুলো ফাঁকা হয়ে যায়। কেউ ছুটেছেন বাড়িতে আবার কেউ বা বাড়ির বাইরে নিরাপদ গন্তব্যে। সবার চোখে-মুখে অজানা আতঙ্ক। মেহেরপুর, গাংনী ও মুজিবনগর এলাকায় বিএনপি-জামায়াত এবং এর অঙ্গ সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন। প্রকাশ্যে কাউকে দেখা যাচ্ছে না। বিভিন্ন মাধ্যমে বার্তা দিয়ে নেতাকর্মীদের নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাজনগর, শেখপাড়া ও হিজুলীসহ আশপাশের গ্রামগুলোর জামায়াত-বিএনপি নেতা-কর্মী সমর্থকদের বাড়ি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেকেই যেমনি গা ঢাকা দিয়েছেন তেমনি আবার কেউ কেউ বাড়ির মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। সম্ভাব্য হামলা ও লুটপাটের ভয়ে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে পাঠিয়ে দেয়া হচ্ছে।