মেহেরপুরে পেঁয়াজের দাম বৃদ্ধি আর কাঁচামরিচের দাম কিছুটা কমেছে

মেহেরপুর অফিস: মেহেরপুরে পেঁয়াজের ঝাঁঝ বেড়েছে আর কাঁচামরিচের  দাম কিছুটা কমেছে। ঈদকে সামনে রেখে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাজার ব্যবসায়ীরা জানান, এক ধরনের অসাধু ব্যবসায়ীচক্র সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে।

বাজার ঘুরে জানা যায়, বর্তমান বাজারে দেশি পেঁয়াজের খুচরা দাম একশ’ টাকা কেজি আর ভারত থেকে এলসি’র মাধ্যমে আসা পেঁয়াজের কেজি ৯০ টাকা। গত ৩ দিনে পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫ টাকা থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে হঠাত বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। কাঁচা বাজারের ব্যবসায়ী কাউসার আলী জানান, বাজারে পেঁয়াজের আমদানি কম থাকায় দাম বেড়েছে। গত সপ্তায় দেশি পেঁয়াজের দাম ছিলো প্রতিকেজি ৭০ টাকা থেকে ৭৫ টাকা। আর এলসি’র মাধ্যমে ভারত থেকে আসা পেঁয়াজের দাম ছিলো ৬০ টাকা থেকে ৬৫ টাকা। বর্তমান বাজারে কাঁচামরিচ খুচরা প্রতিকেজি ৮০ টাকা আর পাইকারি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তায় প্রতিকেজি খুচরা একশ’ টাকায় ও পাইকারি ৯০ টাকা কেজি বিক্রি হয়েছিলো। সেটি এখন কেজি প্রতি কমপক্ষে ২০ টাকা কমেছে। ব্যবসায়ী জব্বার আলী জানান, বাজারে পেঁয়াজ আমদানি সঙ্কটের কারণে দাম বেড়েছে। অন্যদিকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে।