মেহেরপুরে তিন গাঁজা সেবনকারীর কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বয়েজ স্কুল হোস্টেলের পাশে গাঁজা সেবনকালে তিন যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে দু মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান। দণ্ডপ্রাপ্ত তিন যুবক হচ্ছে- মেহেরপুর বামনপাড়ার বজলুর রহমানের ছেলে তানসেন আলী (১৯), হোটেলবাজার এলাকার খোরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম (১৮) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের শাহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (১৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম। আদালতে তারা স্বীয় দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ১৯’র টেবিল ৭(ক) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দু মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়। আদালতের আদেশে তিনজনকেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে।