মেহেরপুরে চরমপন্থি দুখু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এনার আত্মসমর্পণ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকার এক সময়ের ত্রাস দুখু বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড এনামুল হক ওরফে এনা ডাকাত (৪৩) আত্মসমর্পণ করেছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আত্মসমর্পণ করলে তাকে সদর থানায় নেয়া হয়। পুলিশ জানিয়েছে, এনা অস্ত্র মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি এবং গাংনী ও সদর থানার ১৫টি মামলার এজাহারভুক্ত আসামি।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দীনের ছেলে এনামুল হক ওরফে এনা এলাকায় এনা ডাকাত নামে পরিচিতি। ভারতে পলাতক দুখু বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড। এক সময় দুখু ও এনা এলাকায় মুর্তিমান আতঙ্ক ছিলো। গত দশ বছর এনা ভারতে পলাতক ছিলো। তার নামে ডাকাতি, হত্যা, বিষ্ফোরক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন অভিযোগে প্রায় দেড় ডজন মামলা হয়। ওইসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়।