মেহেরপুরে গাহি মানুষের গান শীর্ষক সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে ‘গাহি মানুষের গান’ শীর্ষক সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতি সভা গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য নিশান সাবের, বারিকুল ইসলাম লিজন, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, সাফিনাজ আরা ইরানী প্রমুখ।

উল্লেখ্য, সারা বাংলাদেশের ন্যায় আগামী ৫ জুন সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে গাহি মানুষের গান শীর্ষক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা ও বাংলাদেশ সঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ওই সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।