মেহেরপুরে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় জামাল উদ্দিন মন্ডল নামের এক আসামির ১৭ বছর এবং তার সহযোগী হাশেম আলী মিন্টুর ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-চতুর্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত জামাল উদ্দিন মণ্ডল গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং হাশেম আলী মিন্টু একই উপজেলার কসবা গ্রামের ইশরান আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ডিসেম্বর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার সহযোগী মিন্টুকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৮ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ২৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. রুস্তুম আলী এবং আসামি পক্ষে অ্যাড. কামরুল হাসান কৌসুলি ছিলেন।