মেহেরপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলিমউদ্দিন নামের এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি আলিমউদ্দিন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের রাফেলউদ্দিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৯ জুন মেহেরপুর সদর থানার এসআই কৃষ্ণপদ সাহা আলিমউদ্দিনকে আটক করে তার বসতবাড়ি তল্লাশি করে। এ সময় পুলিশ একটি পিস্তল, ৫টি বোমা, এক রাউন্ড গুলি ও দুটি চাকু উদ্ধার করে। ওই দিনই তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় মোট ১৯ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও মামলার নথি পর্যালোচনা শেষে বিজ্ঞ বিচারক আসামি আলিমউদ্দিনের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন এপিপি অ্যাড. এসএম রুস্তম আলী ও আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. আসাদুল হক।