মেহেরপুরের শিক্ষক নেতা নাজমুল হক লিটন চাকরি থেকে সাময়িক বরখাস্ত

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাজমুল হক লিটনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান তাকে সাময়িক বরখাস্ত করেন। নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় তিনি আটক হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, সাইদুল হক রানা ও শিক্ষক নাজমুল হক লিটন মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সাইদুল হক রানা বর্তমানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর এবং নাজমুল হক লিটন মেহেরপুর সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রায় ১০ বছর আগে সাইদুল হক রানা মেহেরপুর খানপাড়ার সিদ্দিকুর রহমানের মেয়ে আরিফা সিদ্দিকা লিলিকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের রয়েছে এক পুত্রসন্তান। নারী নির্যাতনের দায়ে স্ত্রী আরিফা সিদ্দিকা লিলি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইদুল হক রানা ও তার ভাই শিক্ষক নাজমুল হক লিটনসহ ৩ জনকে আসামি করে মাগুরা থানায় একটি মামলা করেন। গত ৯ সেপ্টেম্বর ওই মামলার হাজিরা দিতে আদালতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।