মেহেরপুরের রাজনগরে অপটিক্যাল ফাইবার পুনঃসংযোগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার রাজনগর দ্বিনদত্ত ব্রিজের কাছে কেটে দেয়া অপটিক্যাল ফাইবার পুনঃসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে সংযোজন কাজ সম্পন্ন হয়। বিটিসিএল’র ঢাকার প্রকৌশলীরা কাজটি সম্পন্ন করেন। মেহেরপুর দৈনিক মাথাভাঙ্গাকে এ বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। দুর্বৃত্তরা ওই ক্যাবল কেটে দেয়ায় গত বুধবার বেলা ১০টা ১১ মিনিট থেকে চুয়াডাঙ্গার সাথে সারাদেশের এবং বাংলাদেশ-ভারত টেলিযোগাযোগ বিছিন্ন হয়ে যায়। ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুর জেলার ওপর দিয়ে চুয়াডাঙ্গা টিঅ্যান্ডটিতে (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইন রয়েছে। এ লাইন চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতের কোলকাতার সাথে সংযুক্ত।