মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের মহেশপুরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু : আহত ১

 

মহেশপুর/গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের মহেশপুরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মহেশরপুরের পাকরাইল গ্রামের মৎস্যজীবী সাইফুল (৪৫) গতকাল বজ্রপাতে প্রাণ হারান। পরশু বজ্রপাতে মারা গেছেন মেহেরপুর গাংনীর ধানখোলা মাঠপাড়ার আব্দুল মজিদ (৪৮)।

বজ্রপাতে আব্দুল মজিদ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মাঠে মোষ চরানোর সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আব্দুল মজিদের সঙ্গীয় কৃষক আসাদুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মজিদ মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়ার মৃত রবগুল ইসলামের ছেলে।

জানা গেছে, গতপরশু মঙ্গলবার বিকেলে দুটি মোষ নিয়ে নিজ গ্রাম ধানখোলা মাঠপাড়া সংলগ্ন ছোট বিলের মাঠে যান আব্দুল মজিদ। মোষ চরানোর সময় বজ্রপাতে তিনিসহ আসাদুল ইসলাম নামের একজন ঝলসে যান। স্থানীয়রা বলেছেন, ঘটনাস্থলেই আব্দুল মজিদ মারা যান। তবে বজ্রপাত থেকে রক্ষা পেয়েছে মজিদের মোষ দুটি। গ্রামের লোকজন খবর পেয়ে মজিদের লাশ তার বাড়িতে নিয়ে যায়। আহত আসাদুলকে গ্রামে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে ঝিনাইহ মহেশপুরের পাকরাইল গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে সাইফুল পুকুরে মাছ পরিচর্যার সময় বজ্রপাতে নিহত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, মাঠে নিজের পুকুরে মাছের খাবার দেয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মাঠে কর্মরত লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিলে নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বেদনা বিধুর পরিবেশে দাফন কাজ সম্পন্ন করা হয়।