মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বার দুর্ঘটনায় দৌলতপুরের ২৭ জন আহত

গাংনী প্রতিনিধি: পয়লা বোশেখ উপলক্ষে মুজিবনগর বেড়াতে যাওয়ার পথে শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বার দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গাংনী স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ১৬ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাড়াডোব-খোকসা নামক স্থানে লাটাহাম্বারের চাকা খুলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- পলাশ (১৩), সোহাগ (১৫), হাসিবুল (১১), বিনারুল (২৪), রফিকুল (২২), সাগর (১৬), লিটন (২৪), বাবলু (১৯), তরিকুল (২১), সাকিল (২৪), বাদশা (১৫), রকিবুল (১৫), নাইম (১৭), হৃদয় (১৬), শাহিন রেজা (১৫), আশিক (১৩), আকাশ (১২), হাসিবুল (১০), রনি (১৪), রাকিবুল (২০), সুজন (১৬), হান্নান (১৪), মোহন (২১) ও মোহন সাথী (২৭)।

আহতসূত্রে জানা গেছে, পয়লা বোশেখ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রাম থেকে ৩৬ জন শিশু ও যুবক মুজিবনগর বেড়ানোর জন্য একটি লাটাহাম্বার (গরুবহনের কাজে ব্যবহৃত শ্যালোইঞ্জিনচালিত যান) ভাড়া করে। গাংনীর অদূরবর্তী খোকসা নামক স্থানে পৌঁছুলে লাটাহাম্বারের চাকা খুলে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় ইঞ্জিনের পানিতে অনেকেই দগ্ধ হন। আবার অনেকেই গাড়ি চাপা পড়েন পাকা রাস্তার ওপর। স্থানীয় লোকজন তাদেরকে গাংনী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত ১৬ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে মহিলা এমপি সেলিনা আকতার বানু, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেন ও গুরুতর আহতদেরকে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস ভাড়া করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেই সাথে আহতদের চিকিৎসার সকল খরচ বহনের প্রতিশ্রুতি দেন মহিলা এমপি।