মেহেরপুরের ইছাখালীতে মাদকব্যবসায়ী দু সহোদর ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক

গাংনী প্রতিনিধি: বকুল হোসেন (৩৫) ও আসাদুল ইসলাম (৩৬) নামের মাদকব্যবসায়ী দু সহোদরকে ১৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাত দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের পিতার নাম পাচু মণ্ডল।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ইছাখালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় বকুল ও আসাদুলের বাড়িতে ফেনসিডিল বেচাকেনা চলছিলো। র‌্যাব সদস্যরা সেখানে হানা দিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ দু ভাইকে আটক করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। ভারতীয় সীমান্তবর্তী এলাকার বসবাসের সুবাদে তারা ভারত থেকে ফেনসিডিলসহ মাদকদ্রব্য চোরাচালান করে আসছে। এদিকে রাতেই তাদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবসূত্রে জানা গেছে।