মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি বাসে ডাকাতি

 

মেহেরপুর অফিস: ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতদল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে বাসের গতিরোধ করে নগদ টাকা সোনার গয়নাগাটিসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। গতকাল বুধবার ভোর ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-দিনদত্ত ব্রিজের মাঝে ওই ডাকাতির ঘটনাটি ঘটে।

জেআর পরিবহনের সুপারভাইজার আবু সাঈদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ক-১১-৫৫৭৭) গতকাল বুধবার ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছুলে সশস্ত্র ডাকাতদল রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও একটি ট্রাক থামিয়ে বাসটির গতিরোধ করে। ডাকাতরা বাসের দরজা ও জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সুপারভাইজারের কাছ থেকে নগদ ১০ হাজার টাকাসহ যাত্রীদের কাছ থেকে টাকা ও সোনার গয়নাগাটি লুট করে পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।