মেসি যাদুতে শেষ আটে আর্জেন্টিনা

 

মাথাভাঙ্গা মনিটর: মেসিরযাদুতে শেষ আটের টিকিট পেলো আর্জেন্টিনা। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ১-০গোলে জয় পায় দলটি। খেলার ১১৮ মিনিটে মেসির এক নান্দনিক বানানো বলে দলেরপক্ষে গোল করেন ডি মারিয়া।এর আগে ৯০ মিনিটের খেলায় আর্জেন্টিনা বেশ ভালো খেললেও গোল দিতে ব্যর্থ হয়। সুইজারল্যান্ডও পায়নি সাফল্য।অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের শেষ দিকে ঝলক দেখালেনলিওনেল মেসি। আর তাতেই সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেলআর্জেন্টিনা।দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল পায়নি।অতিরিক্ত সময়ের খেলাও গড়াচ্ছিলো টাইব্রেকারের দিকে। তখনই মেসির দারুণ পাসথেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আনহেল দি মারিয়া।প্রথমার্ধে দুবার আর্জেন্টিনার গোলরক্ষককে সের্হিও রোমেরোকেপরীক্ষায় ফেলে সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে আর্জেন্টিনা। মেসি, ডিমারিয়া, হিগুয়াইনদের অনেক প্রচেষ্টা রুখে দিলেও শেষ রক্ষা করতে পারেননি সুইস গোলরক্ষক দিয়েগোবেনাল্লিও। গতকাল মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় প্রথম পঁচিশ মিনিটপরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।২৭তম মিনিটে প্রথম সুযোগটি পায়সুইজারল্যান্ড। জেরদান শাচিরির কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে গ্রানিট জাকারশট ঠেকান রোমেরো। ফিরতি বলে স্টেফান লিখটস্টাইনারের শটও ঠেকান আর্জেন্টিনারগোলরক্ষক।সুইসদের এ আক্রমণই তাতিয়ে দেয় দুবারের চ্যাম্পিয়নদের। দু মিনিটপর প্রথম সুযোগটি তৈরি করে আলেহান্দ্রো সাবেইয়ার শিষ্যরা। গনসালো হিগুয়াইনের কাঁধেলেগে ডি বক্সে বল পেলেও ঠিকভাবে মারতে না পেরে সুযোগ হাতছাড়া করেন এসেকিয়েললাভেস্সি।পরের মিনিটে আনহেল ডি মারিয়ার কর্নার থেকে সুযোগ এসেছিলোআর্জেন্টিনার সামনে। তার চমৎকার কর্নারে এসেকিয়েল গারায় মাথা ছোঁয়াতে পারলেই এগিয়েযেতে পারতো আর্জেন্টিনা।৩৯তম মিনিটে শাচিরির ক্রস থেকে দারুণ একটি সুযোগএসেছিল ইয়োসিপ দারমিচের সামনে। রোমেরোকে একা পেয়েও তার হাতে তুলে দিয়ে সবর্ণসুযোগটি হাতছাড়া করেন তিনি।পরের মিনিটে সুযোগ এসেছিলোডি মারিয়ার সামনে। তারসাথে ওয়ান-টু খেলে ডি বক্সে ঢুকে পড়েন মেসি। নিজে শট না নিয়ে দেন ডি মারিয়াকে।কিন্তু রিয়াল মাদ্রিদ উইঙ্গারের শটে জোর না থাকায় ধরতে কোনো সমস্যা হয়নিবেনাল্লিওর।৫৯তম মিনিটে মার্কোস রোহোর শট ঠিকভাবে ফেরাতে পারেননিবেনাল্লিও। তবে কোনো বিপদ হয়নি। তিন মিনিট পর রোহোর ক্রস থেকে হিগুয়াইনের হেডঠেকিয়ে আবারো সুইসদের ত্রাতা ভলসবুর্গের গোলরক্ষক।৭৪তম মিনিটে লাভেস্সিরবদলি নামার পর প্রথম স্পর্শেই গোল পেতে পারতেন রদ্রিগো পালাসিও। মেসির ক্রস থেকেমাথা ছোঁয়ালেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।দু মিনিট পর মেসির দারুণ একটিচেষ্টা ব্যর্থ করেন বেনাল্লিও। ডি বক্স থেকে আর্জেন্টিনা অধিনায়কের ডান বার ঘেঁষাশট কোনোমতে ঠেকান তিনি।৮৯তম মিনিটে তিনজনকে কাটিয়ে ডি বক্সে পালাসিওকেদারুণ একটি পাস দেন মেসি। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি ইন্তার মিলানের এইস্ট্রাইকার।১০৯তম মিনিটে আবারো ত্রাতা বেনাল্লিও। ডানদিক থেকে ডি মারিয়ারজোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।১১৮তম মিনিটে পালাসিওর কাছে থেকে বল পেয়ে ট্রেডমার্ক দৌড়ে একজনকে কাটিয়ে একেবারে ডান দিকে ডিবক্সে দি মারিয়াকে দুর্দান্ত একটি পাস দেন মেসি। ডান দিক থেকে কোনাকুনি শটে জালখুঁজে নিয়ে কোনো সমস্যা হয়নি ডি মারিয়ার।যোগ করা সময়ে ব্লেরিম জেমাইলির হেড পোস্টেলেগে ফিরে। ফিরতি বল নাপোলি মিডফিল্ডারের পা লেগে বাইরে চলে গেলে বেঁচে যায়আর্জেন্টিনা। শেষ দিকে বিপজ্জনক জায়গায় একটি ফ্রিকিক পেলেও কাজে লাগাতে না পারায় ৬০বছর পর দ্বিতীয় রাউন্ডে ওঠা সুইজারল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়।