মেলেনি পাইলটের খোঁজ : তল্লাশি অব্যাহত

স্টাফ রিপোর্টার: প্রশিক্ষণকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মন তাহমিদ চৌধুরীর এখনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বলেন, সোমবার সারারাত সাগরে তল্লাশি চালানোর পরও নতুন কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। নিখোঁজ বৈমানিকেরও কোনো সন্ধান মেলেনি। সাগর উত্তাল থাকায় তল্লাশিতে সমস্যা হলেও নৌ বাহিনীর জাহাজ অতন্দ্র, মধুমতী ও সুরভী, কোস্টগার্ডের জাহাজ তৌফিক ও তিনটি মেটাল শার্ক বোট এবং বিমানবাহিনীর তিনটি হেলিকপ্টার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। গত সোমবার সকালে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা ১০ মিনিটে তাহমিদের প্রশিক্ষণ বিমানের সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।