মুদি দোকানে জ্বরের ওষুধ কিনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের উকতোয় বিদ্যুত স্পৃষ্টে ফিরোজ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতরাতে জ্বরের ওষুধ কেনার জন্য গ্রামেরই মহাশিনের মুদি দোকানে গেলে বিদ্যুত স্পৃষ্টে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, আবু বক্করের ছেলে ফিরোজের কয়েকদিন ধরে জ্বর। গতরাতে পৌনে ৯টার দিকে জ্বরের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামেরই মহাশিনের মুদিদোকানে ওষুধও পাওয়া যায়। দোকানের সামনে গিয়ে দাঁড়ান ফিরোজ। বিদ্যুত ছিলো না। দোকানের শাটারের স্লাইডে হেলান দিয়ে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুত আসে। বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়েন ফিরোজ। দোকানের সামনে বেশ কয়েকজন থাকলেও প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি। পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম রোগী দেখে মৃত ঘোষণা করেন। লাশ নেয়া হয় নিজ গ্রামে। আকস্মিক মৃত্যুতে নিকটজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেছেন, ফিরোজ সম্প্রতি বিয়ে করেছেন। তার স্ত্রী তিন মাসের অন্তঃস্বত্ত্বা। এরই মাঝে বিধবা হতে হলো তার স্ত্রীকে।