মুজিবনগর মহাজনপুরে সারব্যবসায়ীর বাড়ি থেকে ২ লাখ টাকা ডাকাতি : ৪টি বোমা নিক্ষেপ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে সারব্যবসায়ী দাউদ হোসেনের বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতদল। ডাকাতিকালে ৪টি বোমা নিক্ষেপ করে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা।  গতকাল শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, ডাকাতদলের ১৫/২০ জন সদস্য বাড়ির প্রধান ফটক, বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। দাউদ হোসেনের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা লুটে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদ হোসেনের ভাই ময়নুদ্দীন মিয়া। পালিয়ে যাওয়ার সময় পর পর ৪টি বোমা নিক্ষেপ করে ডাকাতদলের সদস্যরা। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মধুসুদন জানিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এদিকে ঘটনার পর এলাকার অনেকেই অভিন্ন মতামত প্রকাশ করে বলেছেন, প্রতিরাত আতঙ্কে কাটছে বাবুপুর, মহাজনপুরসহ আশপাশ গ্রামের মানুষের। সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। একের পর এক চুরি-ডাকাতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকায় পুলিশ প্রহরা থাকলেও সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্যরা বেপরোয়াভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।