মুজিবনগর উপজেলা পরিষদ আয়োজিত সভায় মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম

স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরে স্থলবন্দর হওয়া উচিত

 

মুজিবনগর প্রতিনিধি: সকলের সহয়োগিতায় স্বাধীনতার এই উদয় ভূমি মুজিবনগরকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে মুজিবনগরে স্থলবন্দর হওয়া উচিত, এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হবে। সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে মুজিবনগরে স্থলবন্দর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হবে।

মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। মুজিবননগর উপজেলা পরিষদ হল রুমে গতকাল রোববার বিকেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আ. সালেক, ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দীন, আয়ূব হোসেন। উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।