মুজিবনগর আটকবর ও দর্শনা পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র

বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা হবে

 

দর্শনা অফিস: ঐতিহাসিক মুজিবনগর মহান স্বাধীনতাযুদ্ধের স্মৃতিশৌধ, আটকবর, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও জয়নগর-গেদে সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সন্দীপ মিত্র গাড়িবহরযোগে ঐতিহাসিক মুজিবনগরে যান। সেখানে স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন স্মৃতিসৌধসহ অন্যান্য কারুকার্য পরিদর্শন করেন। সকাল ১০টার দিকে আসেন ৮ কবরে। সেখানে ৮ শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল দেখেন। পরে দুপুর ১২টার দিকে দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশন পরিদর্শন করেন। সৌজন্য সাক্ষাত করেন স্টেশনের কর্মকর্তা ও ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের সাথে। পরে দর্শনা জয়নগর সীমান্তে যান। সেখান থেকে পায়ে হেঁটে ভারতের গেদে যান। গেদে স্টেশন, ইমিগ্রেশন, ও কাস্টমস পরিদর্শন করেন। কর্মকর্তাদের সাথে করেছেন সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাত। স্ব-স্ত্রীক পরিদর্শনকালে সন্দীপ মিত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক এগিয়েছে। যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করণের লক্ষ্যে দুদেশের সরকারের আন্তরিকতার কমতি নেই। সে লক্ষ্যে যা যা করা প্রয়োজন আমি তা করবো। এ সময় তার সাথে মিসেস সন্দীপ মিত্র, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আউয়াল হোসেন, জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান, এসআই ফকরুল ইসলাম প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন,বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। তা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য দেখলেই বোঝা যায়। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঘুরে দেখার সময় এ কথাগুলো বলেন। এ সময় তিনি কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খানসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ব্যক্তিগত সফরে তিনি সকালে সস্ত্রীক কমপ্লেক্সে পৌঁছান।