মুজিবনগরে যুবক অপহরণের অপচেষ্টা :প্রতিরোধের মুখে ৩টি বোমা বিস্ফোরণ

 

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যরা গৃহকর্তার ছেলে বকুল হোসেনকে অপহরণ করার অপচেষ্টা করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ডাকাত বাবুপুর গ্রামের রিফুজিপাড়ার জিল্লুর রহমানের বাড়িতে হানা দেয়। নগদ ৮হাজার টাকা ও সোনার গয়না লুটে নেয়। এক পর্যায়ে গৃহকর্তার ছেলে বকুল হোসেন বেঁধে অপহরণ করার অপচেষ্টা করে। খবর পেয়ে প্রতিবেশীরা জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এসময় ডাকাতরা পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে বকুলকে ছেড়ে পালিয়ে যায়। তবে ফাঁকা স্থানে বোমাগুলো বিস্ফোরণ হওয়ায় গ্রামবাসীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মুজিবনগর থানা ও স্থানীয় ক্যাম্প পুলিশের সদস্যরা। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা দৈনিক মাথাভাঙ্গাকে জানান, গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে গেছে। বোমার বিষয়ে তিনি বলেন, যা বিস্ফোরণ ঘটেছে তা বোমা নয় পটকা জাতীয় কিছু। কেননা কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।