মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বাল্যবিয়ে বন্ধ : বরের পিতার জরিমানা

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধসহ বরের পিতাকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন।

ভ্রাম্যমাণআদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে আল মামুনের (২০) বিয়ে ঠিক হয় যশোরের চৌগাছা উপজেলার ছেলুড়া গ্রামের আমিরুল ইসলামের কন্যা নাসরিন খাতুন (১৪)। গতকাল মঙ্গলবার বিয়ের দিন ধার্য করা হয়। সে মোতাবেক বিয়ের কন্যা নাসরিন খাতুনকে তার খালাবাড়ি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে নেয়া হয়। খবর পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দীন ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে ভেঙে দেন এবং ছেলের পিতা মনিরুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেন।