মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালত : ভৈরব নদীর অবৈধ বাঁধ অপসারণ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার ভৈরব নদী ও সরস্বতী খালে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাঁধ অপসারণ ও এক হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অরুণ কুমার মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল জানান, বেশ কয়েকে বছর ধরে বিভিন্ন অঞ্চলের প্রভাবশালীরা নদী ও খালে অবৈধ বাঁধ দিয়ে মাছচাষ করে আসছে। এতে একদিকে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে অপরদিকে নদীর পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার দুপুর থেকে ভৈরব নদী ও সরস্বতী খালে এ অভিযান চালানো হয়। এ সময় ভৈরব নদী থেকে একটি ও সরস্বতী খাল থেকে দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা হয় এক হাজার মিটার কারেন্টজাল। পরে কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিকুর রহমান ও এএসআই হান্নান ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন।