মুজিবনগরে ভৈরব নদীতে ডুবে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

 

শেখ সফিউদ্দীন: পানিতে ডুবে সালমান হোসেন (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের পার্শ্ববর্তী ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে রসিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের কৃষক সাইদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রসিকপুর স্লুইচ গেটের পাশে ভৈরব নদীতে সাইদ হোসেনের পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সকাল ৯টার দিকে ওই স্থানে যায় সালমান হোসেন। এক পর্যায়ে সবার অজান্তে সে ভৈরব নদীর স্লুইচ গেটে স্রোতের পানিতে পড়ে নিখোঁজ হয়। শুরু হয় মাছ ধরা জাল এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি। দীর্ঘ ৬/৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে স্লুইচ গেটের গভীর পানির মধ্যে ডুব দিয়ে রতনপুর গ্রামের মজিদ সালমান হোসেন মরদেহ উদ্ধার করে।

নিহত সালমান হোসেন ছিলো মা-বাবার এক মাত্র পুত্রসন্তান।তার ছোট দু বছরের একটি বোন রয়েছে। এ ঘটনায় সালমানের পরিবারে বিরাজ করছে শোকের ছায়া। সন্ধ্যায় তার লাশ গ্রাম্যকবরস্থানে দাফন করা হয়।