মুজিবনগরে প্রত্যাশা ২০২১ ফোরামের কেন্দ্রীয় সপ্তম সম্মেলন ও নাগরিক সমাবেশ

মুজিবনগর প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপিত হোক দারিদ্রমুক্ত বাংলাদেশে এ লক্ষ্যে কাজ করার শপথের মধ্যদিয়ে প্রত্যাশা ২০২১ ফোরামের সপ্তম জাতীয় সম্মেলন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে গতকাল শুক্রবার বিকেলে ওই শপথ পাঠ করান বাংলাদেশ সংবিধান রচয়িতা কমিটির সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলাম।

উদীচী শিল্পীগোষ্ঠী, প্রত্যাশা ফোরাম ২০২১ ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফোরামের সভাপতি মহিদুল হক খানের সভাপতিত্বে সম্মেলন বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবির। অনুষ্ঠানে আমার স্বপ্নের বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সদস্য সচিব আতাউর রহমান মিটন। স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ও পরবর্তী করণীয় তুলে ধরেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুক শাহী। আরো বক্তব্য রাখেন ফোরামের সদস্য শামীম জাহাঙ্গীর সেন্টুসহ দেশের ৫২ জেলা থেকে আসা ফোরামের নেতৃবৃন্দ। মুক্ত আলোচনার পর স্বপ্নের সোনার বাংলা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একই স্থানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনের কর্মীদের উদ্বুদ্ধ রাখা, ২০২১ সালের মধ্যে দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় প্রত্যাশা অর্জনে করণীয় চিহ্নিত করা এবং দেশবাসীর মধ্যে প্রত্যাশা ২০২১’র জাগরণ সৃষ্টি করা ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সদস্যদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।