মুজিবনগরে ডাকাতের বোমা হামলায় আহত১ :১০ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি

 

মুজিবনগর প্রতিনিধি: সশস্ত্র ডাকাতদলের বোমা হামলায় শামীম হোসেন (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। গতশুক্রবার মধ্যরাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে ডাকাতি করে পালানোর সময় এ ঘটনা ঘটে। ডাকাতদল দুটি বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়নাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে ভবরপাড়া গ্রামের খ্রিস্টান পল্লিতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। মৃত ক্ষিতিশ বিশ্বাসের ছেলে তিপান বিশ্বাসের বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে শুরু করে লুটপাট। ১০ ভরি সোনার গয়না, ৫ ভরি রুপার গয়না, নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরে প্রতিবেশী বক্কর মণ্ডলের ছেলে সিদ্দিক মিয়ার বাড়িতে হানা দেয় একই ডাকাতদল। সোনার গয়না ও নগদ টাকা এবং মোবাইলফোন লুটে নেয়। খবর পেয়ে প্রতিবেশীরা প্রতিরোধ গড়ে তোলে। এসময় ডাকাতদলের সদস্যরা প্রতিরোধকারীদের লক্ষ্য করে পর পর দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমা স্প্লিন্টারে আহত হন সিদ্দিক মিয়ার ভাই শামীম হোসেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।