মুজিনগরের পরাণপুর গ্রামে সন্ধ্যারাতে ডাকাত দলের হানা :বোমা বিস্ফোরণ

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার পরাণপুর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যারাতে ডাকাতি অপচেষ্টা ব্যর্থ হয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ি পার্শ্ববর্তী একটি বাগানে ১২/১৪ জনের সশস্ত্র ডাকাত অবস্থান নেয়। বিষয়টি টের পায় গ্রামের কিছু মানুষ। আরো কিছু মানুষকে খবর দিয়ে সিরাজের বাড়ির আরেক দিকে অবস্থান নেয় তারা। এক পর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের প্রতিরোধে চিৎকার দিয়ে এগিয়ে যেতে থাকেন। বিপদের আশঙ্কায় ডাকাতরা গ্রামবাসীর দিকে লক্ষ্য করে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে ফাঁকা স্থানে বোমার বিস্ফোরণ ঘটানোয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গ্রামবাসী।

গ্রাম সূত্রে আরো জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামের মানুষ সজাগ ছিলো। তাই প্রতিরোধের মুখে ডাকাতদলের সদস্যরা পালাতে বাধ্য হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুজিবনগর থানার এসআই মধু সুদন মোস্তাবী। তিনি জানান, বিস্ফোরিত বোমার কোনো আলামত পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ডাকাতরা পটকা জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।