মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনে ডিগ্রি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা বিপাকে

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: সরকার মুক্তিযোদ্ধার সন্তনদের বেকারত্ব মোচনের বিশেষ লক্ষ্যে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতররাধীন সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনকারীদের যোগ্যতা বাছায়ের জন্য আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র পরীক্ষা দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্টিত হওয়ার দিন নির্ধানের ফলে অনেক পরীক্ষার্থীগণ যেকোনো একটি পরীক্ষায় অংশ গ্রহণ হতে নিশ্চিত বঞ্চিত হবেন। এমনতর অভিযোগ করে ঝিনাইদহের সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী মুক্তিযোদ্ধা সন্তান ববিতা খাতুন বলেন, বিষয়টি জাতীয় পর্যায়ের সমস্যা হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো একটি পরীক্ষার সময় সূচিতে পরিবর্তনের মাধ্যমে উদ্ভূদ সমস্যার সমাধান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।