মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ডের ভোট আজ

 

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটসহ জেলার ৪টি উপজেলা কমান্ডের ভোট আজ। প্রতিটি উপজেলা ও জেলা কমান্ডে গোপন ব্যালটে ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে প্রার্থীরা জোর প্রচার প্রচারণা চালিয়েছেন। মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে,আজ বুধবার জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তারের নেতৃত্বে ছাত্তার-বদর কশেম প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক কমান্ডার দলিল উদ্দিন দলুর নেতৃত্বে দলিল-মোস্তাফিজ-মজিবর প্যানেলে সাথে। আজ বুধবার সকাল থেকে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এ উপজেলার ১০৭ জন মুক্তিযোদ্ধা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।

দামুড়হুদা প্রতিনিধিজানিয়েছেন, আজ বুধবার ৪ জুন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান। এ নির্বাচনকে ঘিরে ১১টি পদের জন্য (আছির উদ্দিন ও বিল্লাল উদ্দিন) দুটি প্যানেলে বিভক্ত হয়ে ভোটযুদ্ধে নেমেছে। দুটি প্যানেলে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।