মুক্তিযোদ্ধাদের ছেলে-নাতি শিবির করলে কোটা বাতিল করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধাদের ছেলে ও নাতি যদি ছাত্রশিবির করে তাহলে তাদের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ইতিমধ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। গতকাল রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করা পর্যন্ত ভালো, কিন্তু দেশ স্বাধীনের পর তাদের কী অবস্থান ছিলো তা খতিয়ে দেখতে হবে। তারা যদি স্বাধীনতা বিরোধীদের সাথে আপোস করে তাহলে তাদের সনদ বাতিল করতে হবে। পাশাপাশি আর কারো মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই। ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের কোটাও বাতিল করতে হবে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। শুধু মুক্তিযোদ্ধা হলেই হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না হয় তাদের জন্য ওই কোটা অনুসারে চাকুরি বা রাষ্ট্রীয় অন্য কোনো সুযোগ সুবিধার দ্বার খোলা থাকবে না। মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ব্যাপারে নতুন করে ভাবতে হবে। একজন চোরও আগের দিন পর্যন্ত ভালো থাকে। মায়ের গর্ভ থেকে কেউ পাপী, চোর, ডাকাত বা খুনী হয়ে আসে না। খুন করার আগ পর্যন্ত তারা ভালো থাকে। খুন করার পর তারা আর ভালো থাকে না। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মাহবুবুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান রনি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার, ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।