মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুদুর বিবৃতি

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর চট্টগ্রামের রাউজান এলাকায় সশস্ত্র আক্রমণ ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিএনপি নেতৃবৃন্দ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়।

এই গণতন্ত্র বিরোধী ও গুণ্ডামির তীব্র প্রতিবাদ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ আগাগোড়া একটি গণতন্ত্র বিরোধী রাজনৈতিক দল। ক্ষমতায় না থাকলে গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না জগৎ বিখ্যাত। ক্ষমতায় থাকলে গণতন্ত্রের টুঁটি চেপে ধরে। সেই ঘটনা জাতি রাউজানে দেখলো। শামসুজ্জামান দুদু আরও বলেন, আ.লীগ সরকার ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হতে চলেছে। তারা নির্বাচনের কথা বলছে বিরোধী দলকে মাঠে নামতে দিচ্ছে না। তাদের পায়ের নিচে মাটি নেই। সব অনিয়মের একটা শেষ আছে। সেই দিন সমাগত।