মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে ব্যক্তিগত১৫তম গোল করে ছুঁয়েছেন রোনাল্ডোর রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: পর্তুগালকে৪-০ গোলে হারিয়ে উড়তে থাকা জার্মানদের থামিয়ে দিলো ঘানা। কপাল গুনে নয়ভালো খেলেও জার্মানির সঙ্গ পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।শনিবাররাতে ফোর্তালেজায় অনুষ্ঠিত জার্মানি ও ঘানার মধ্যকার ম্যাচটি ২-২ গালেড্র হয়েছে। জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে ব্যক্তিগত১৫তম গোল করে ছুঁয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডোর রেকর্ড।ক্লোসার সেই চেনা হেডই সমতায় ফেরায় জার্মানিকে।

ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে প্রথমার্ধে নিজেদের বেশিরভাগ ক্রস লক্ষ্যে রাখতেপারেননি সামি খেদিরা, মেসুত ওজিলরা। তাই ঘানার রক্ষণভাগে খুব একটা ভীতি জাগাতেপারেননি টমাস মুলার, গোটসেরা।জার্মানির দুর্ভেদ্য রক্ষণ ভাঙা অসাধ্য ছিলোঘানারও। আফ্রিকার দলটি দূর পাল্লার শটে মানুয়েল নয়ারের পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তুবায়ার্ন মিউনিখের গোলরক্ষককে পরস্ত করতে পারেননি তিনি।১৩তম মিনিটেক্রিস্টিয়ান আতসুর এমনই একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন নয়ার। ৩৩তম মিনিটে চেষ্টাকরেছিলেন সুলি মুনতারিও। কিন্তু তাকেও হতাশ করেন নয়ার।১৮তম মিনিটে ওজিলেরক্রস ডি বক্সে মুলারকে খুঁজে পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৩৮তম মিনিটেগোলরক্ষককে একা পেয়েও সরাসরি তার দিকে মেরে সুযোগ নষ্ট করেনগোটসে।দ্বিতীয়ার্ধে খেলার ছন্দ খুঁজে পায় দু দলই। আর এই অর্ধে প্রাণবন্তফুটবল উপহার দিয়েছে জার্মানি, ঘানা।৫১তম মিনিটে সৌভাগ্যপ্রসুত এক গোলেএগিয়ে যায় জার্মানি। মুলারের ক্রস থেকে গোটসের হেড তার হাঁটুতে লেগে জালেজড়ায়।সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ঘানা। ৫৪তম মিনিটে হ্যারিসন আফুলের ক্রসথেকে আন্দ্রে আইয়ুর দুর্দান্ত হেড ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননিনয়ার।তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ করে ৬৩তম মিনিটে এগিয়েও যায়আফ্রিকার দেশটি। মুন্তারির ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে জোরালো শটেজার্মানির জাল খুঁজে নেন আসামোয়াহ জিয়ান।৬৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগএসেছিলো ঘানার সামনে। জর্দান আইয়ু ডি বক্সে নিজে শট নেয়ার চেষ্টা না করে ফাঁকায়দাঁড়ানো জিয়ানকে পাস দিলে খেলার চিত্রই পাল্টে যেতে পারতো।জর্দান না পারলেওখেলার মোড় ঘুরিয়েছেন মিরোস্লাভ ক্লোসা। ৭০তম মিনিটে বদলি নামার এক মিনিটের মধ্যেলক্ষ্যভেদ করে সমতা ফেরান এ স্ট্রাইকার। এই গোলের সুবাদে বিশ্বকাপে সর্বোচ্চ ১৫গোল করা রোনালদোকে স্পর্শ করলেন তিনি।