মালয়েশিয়ায় ভূমিধসে ৩ বাংলাদেশিসহ ১৫ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পেনাং প্রদেশে নির্মাণাধীন একটি সাইটে ভূমিধসে ৩ বাংলাদেশিসহ ১৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত অপরজনের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে পেনাংয়ের জর্জ টাউন এলাকায় এ ভূমিধস হয়। স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ১৫ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পেনাংয়ের চিফ মিনিস্টার লিম গুয়ান ইন ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বিষয়টি রাজ্যের নির্বাহী কাউন্সিলের বৈঠকে তুলবেন বলে জানান। নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা আনুয়ার ওমর বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাদা থেকে ১৫ লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ শ্রমিক। হতাহতের শিকার শ্রমিকরা বিদেশি বলে ধারণা করছেন তিনি। পেনাং দ্বীপ সিটি কাউন্সিলের মেয়র মাইমুনাহ শরিফ বলেন, দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। তবে ভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা তিনি নাকচ করে দিয়েছেন। পেনাং ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের পরিচালক সাদন মোখতার বলেন, নিখোঁজদের খুঁজে বের করতে ঘটনাস্থলে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বলে ধারণা করছেন তিনি। তাদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা শ্রমিকও রয়েছেন। ভূমিধসস্থলে ৪৯ তলাবিশিষ্ট দুটি টাওয়ার নির্মাণের কাজ চলছে। ধসের কারণ এখনও জানা যায়নি। পেনাংয়ের বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল দাতো ইসমাইল জানান, শনিবার সকালে নির্মাণাধীন ভবনের মাটি ধসে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ মৃতদের পরিচয় নিশ্চিত হতে তাদের নিয়োগকর্তাকে খুঁজছে। নিখোঁজদের ব্যাপারে নিশ্চিত তথ্য পেতে আরও দু’দিন সময় লাগবে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সেলর সায়েদুল ইসলাম জানান, পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিপজ্জনক পরিবেশে কাজ করানোর ক্ষেত্রে নিয়ম কেন মেনে চলা হয়নি তার জবাব চাওয়া হবে। এছাড়া উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। শ্রমিকদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।