মানুষকে মানবিক দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়

আলমডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ এএসপি আব্দুল মোমেন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ-১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খাঁনের সভাপতিত্বে আলমডাঙ্গা উপজেলা পরিষদের পুরাতন হলরুমে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, আমাদের আরও বেশি মানবিক হতে হবে। অন্যান্য জীব যেমন স্বাভাবিক নিয়মে জন্মায় তেমন আবার মারা যায়। তাদের কর্তব্যজ্ঞান থাকে না। কিন্তু মানুষের অনেক দায়িত্ব। তাকে সারা জীবন মানসিক উৎকর্ষতার পরিচয় দিতে হয়। তাকে মানবিক দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়। মহান সৃষ্টিকর্তা একমাত্র মানুষকে বোধজ্ঞান দিয়েছেন, দিয়েছেন ভালোমন্দ বিবেচনার শক্তি। দেশের অনেক শ্রেষ্ঠ সন্তান যেমন আলমডাঙ্গায় জন্মগ্রহণ করেছেন, তেমনিভাবে আলমডাঙ্গা থেকেই ভালো ভালো কাজের উদাহরণও সৃষ্টি হতে পারে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে দেশের বিশিষ্ট শিল্পপতি উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী গিরিধারী লাল মোদী বলেন, আলমডাঙ্গা আবহমানকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। পালা-পার্বণসহ নানা অনুষ্ঠানাদি এখানে কোনো সম্প্রদায়ের একার থাকে না, সকল সম্প্রদায়ের মানুষের হয়ে ওঠে। এমন নজির খুব কম রয়েছে। কিছু বিপথগামীর কারণে এমন সুন্দর সাম্প্রদায়িক সৌহার্দ্য কিছুতেই নষ্ট হতে দেয়া যায় না। এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
এ সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী পৌর অফিসার রাহাত মান্নান, দেশের বিশিষ্ট শিল্পপতি বাবু গিরিধারী লাল মোদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস। এসআই মিজানুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, মওলানা এখলাছুর রহমান, পরিমল কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, জহুরুল ইসলাম স্বপন, আলাল আহমেদ, মতিয়ার রহমান ফারুক, গাফফার, আলী আজগর সাচ্চু, হাসানুজ্জামান মামুন, ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী বেলগাছী ইউয়িন আওয়ামী লীগের সভাপতি সমীর দে, সার্বিক দায়িত্বে ছিলেন ওসি তদন্ত লুৎফুল কবির ও থানা সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান। সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।