মাদক সমাজ দেশ তথা জাতিকে ধ্বংস করে ॥ রুখতে হবে মাদক

দর্শনায় মাদক ও চোরাচালানবিরোধী মতবিনিময়সভায় বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ

দর্শনা অফিস: মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজিবি। মাদককারবারীদের চিহ্নিত করে অব্যাহত রেখেছে আটক অভিযান। সম্প্রতি চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের বিজিবি সদস্যরা লাগাতার এ অভিযানে মাদকদ্রব্যসহ অসংখ্য মাদককারবারীকে আটক করেছেন। মাদকমুক্ত চুয়াডাঙ্গা গঠনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে বিজিবি। মাদক ও চোরাচালান বন্ধে দর্শনায় মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও ৬ বর্ডার গার্ডের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা অডিটেরিয়াম কামকমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যকালে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ বলেন, সম্ভাবনাময়ী বাংলাদেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছেছে। দেশ তথা জাতির উন্নয়নে সরকার কাজ করছে নিরলসভাবে। সরকার যখন দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যস্ত, তখনও থেমে নেই মাদক ও চোরাকারবারীচক্র। মাদক ধ্বংস করে দেশ, জাতি, সমাজ, পরিবার ও ব্যক্তিকে। বৃদ্ধি পায় সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকা-। ধ্বংসের পথে ধাবিত হয় যুবসমাজ। মাদকের করাল থাবা নিঃশেষ করে দেয় মন্যুষ্যত্বকে। চোরাচালান দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। চোরাচালান ক্ষুণœ করে দেশের ভাবমূর্তি ও সমাজাকি মর্যাদাকে। যারা মাদকের বিকিকিনি করে কলূষিত করছে দেশ, জাতি ও সমাজকে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার দায়িত্ব সমাজের সকলের। মনে রাখতে হবে মাদক ও চোরাকারাবারীরা দেশের চরম শত্রু। তাই এদের রুখতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। শুধু বিজিবিই নয়, সীমান্তে এ ধরনের অপরাধ মোকাবেলা করার দায়িত্ব আপনার, আমার সকলেরই। যে দেশের যুবসম্প্রদায় সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। অথচ যুবসমাজ ধ্বংস হচ্ছে মাদকের করাল গ্রাসে। আমাদের দেশে স্বর্ণের খনি বা তাজমহল না থাকতে পারে, আল্লাহপাক আমাদের সোনার মাটি দিয়েছেন। এ মাটিতে ফলে সোনার ফসল। অথচ সোনার দেশের সোনার মাটি কলূষিত করছে এক শ্রেণির খারাপ মনের মানুষ। তাদের ঠিকানায় খোলা বাতাসে নয়, তাদের ঠিকানায় শুধুমাত্র জেলখানা। তাই আসুন যুবসমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি বলেন, বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। বর্তমান সরকার বিজিবিকে আধুনিকায়ন করেছে। যে কারণে সীমান্তে বিজিবির কার্যক্রম বেগবান হচ্ছে। দেশের যুবসমাজকে মারণব্যাধি মাদকের থাবা থেকে রক্ষা করতে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। বিজিবির পাশাপাশি বেসামরিক প্রশাসন জনপ্রতিনিধি, জনগণকে এগিয়ে আসতে হবে। মাদক ও চোরাকারবারীরা যতোই শক্তিশালী ও ক্ষমতাবান হোক না কেন রাষ্ট্রের শক্তির কাছে তা খুবই নগণ্য। তাই আসুন মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজিবির যশোর ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান এএফডব্লিউসি), খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এএসএম আনিসুল হক, কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবু সইদ আল মসউদ, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম, কুষ্টিয়া ৪৭ বর্ডার গার্ডের পরিচালক রাশিদুল হক খান, চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আসলাম উদ্দিন। কবি মুন্সি আবু সাইফের প্রাণবন্ত উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, শাহ এনামুল করিম ইনু, আ. আজিজ, কবি আবু সুফিয়ান প্রমুখ।