মাদক রাখার দায়ে মুজিবনগরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মাদক রাখার দায়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সমেজউদ্দিন (২৬) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. রবিউল হাসান ওই রায় দেন। সমেজউদ্দিন মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ৱ্যাব-৬ গাংনীর উপসহকারী পরিচালক জাকির হোসেনর নেতৃত্বে ৱ্যাব সদস্যরা ২০০৯ সালের ৪ সেপ্টম্বর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে অবস্থিত মহাজনপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশ থেকে ৬৮ গ্রাম হেরোইনসহ সমেজউদ্দিনকে আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামিপক্ষে ছিলেন অ্যাড. একরামুল হক হীরা।