মাদক কারবারীদের শিকড় উপড়ে ফেলা হবে

দামুড়হুদায় ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময়সভায় ওসি আকরাম হোসেন

দামুড়হুদা প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যকে সামনে রেখে ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন দামুড়হুদা মডেল থানার নবাগত ওসি আকরাম হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে অফিসার ইনচার্জ রুমে উপজেলার সকল চেয়ারম্যানদের উপস্থিতিতে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল থানার নবাগত ওসির সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা. এনামুল করীম ইনু, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। মতবিনিময়কালে ওসি আকরাম হোসেন সকল ইউপি চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হলে আগে চাঁদাবাজি বন্ধসহ মাদকের আখড়া ধ্বংস করতে হবে। কারণ মাদক কারবারিরা সমাজ তথা দেশ ও জাতির শত্রু। এলাকায় যতো মাদক কারবারিচক্র আছে, বিশেষ করে যারা ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন ব্যবসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে পুলিশে সোপর্দ করতে হবে। আপনাদের সহযোগিতা পেলে এলাকায় মাদক কারবারিদের শেকড় উপড়ে ফেলা সম্ভব। এ সময় সকল চেয়ারম্যান মাদকসহ চাঁদাবাজি, চুরি ও ডাকাতি বন্ধ করতে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং মাদকের বিষয়ে কোনো সুপারিশ করবেন না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপািশ নিরীহ কোনো মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হন সে বিষয়টিও আমলে নেয়ার আহবান জানানো হয়।