মাছের বংশ বিস্তারে যারা ব্যাঘাত ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে মূল্যায়নসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্ত্যরা

 

স্টাফ রিপোর্টার: ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তার সমাপনী উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্নস্থানে মূল্যায়নসভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বেলা ৩টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলমা। জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রমুখ। আলোচনাসভা শেষে শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, জাতীয় মৎস্য সপ্তার মূল্যায়নসভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এইচএম শামিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নুরুন্নাহার বেগম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম, আলমডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, ইউআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম, আলমডাঙ্গা মাছ বাজার আড়ত সমিতির সভাপতি মতিউর রহমান ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, মৎস্যচাষি আমিরুল ইসলাম, মহিবুল হক, মঞ্জিল, নিজাম উদ্দিন, আবু সায়েম রিপন, মৎস্য অফিসের কর্মচারী মুহিদ, আঃ হান্নান, মকলেছুর রহমান প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন: দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তার মূল্যায়ন, সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর হালিম, কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী প্রমুখ। আলোচনা শেষে মৎস্য উৎপাদন ও মৎস্যখাতে বিশেষ ভূমিকা রাখায় ৩ জন সফল মৎস্যচাষি এবং রায়সা ও মরগাংনী বিল ব্যবস্থাপনা কমিটিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জাতীয় মৎস্য সপ্তার সমাপনী উপলক্ষে গতকাল সোমবার জীবননগর মৎস্য বিভাগ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বেনীপুর ও মারুফদাহ বাওড় এলাকায় আলোচনাসভা ও শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী বাওড় ও ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হয়। গতকাল দুপুরে বেনীপুর বাওড় এলাকায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি অনোয়ারুল কবির, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জাত হোসেন, উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় মৎস্য সপ্তার প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা। আলোচনাসভা শেষে বেনীপুর বাওড় ও মারুফদাহ বাওড় প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক-উল আলম, আ.লীগ নেতা আমিরুল ইসলাম, মৎস্যজীবী নেতা শ্রী গুরুদাস হালদার, মিঠু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, কোনো জেলে যদি কারেন্টজাল দিয়ে মাছ শিকার করে মাছের বংশ বিস্তারে ব্যাঘাত ঘটায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নদ-নদী, খাল-বিলে অবৈধ বাঁধ অপসারণ করাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বাঁধ প্রদানকারীদের শাস্তি প্রদান করা হবে। সমাপনি অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের পুরস্কার প্রদান করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুর গাংনীতে গতকাল সোমবার সম্পন্ন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে নিষেধ করেছে সরকার। তাই আড়াআড়ি বাঁধ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না।

গাংনী উপজেলা মৎস্য অফিসের আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশাদুজামান মানিক। পরে গাংনী উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজীবী হিসেবে তোফাজ্জেল হোসেন, মৎস্য উদ্যোক্তা হিসেবে খাইরুল ইসলাম ও পোনা উৎপাদনকারী হিসেবে তোজাম্মেল হককে পুরস্কৃত করা হয়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় মৎস্য সপ্তা সমাপনী শেষে সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ গতকাল সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিকুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম। বক্তব্য রাখেন শিক্ষা অফিসার গোলাম ফারুক, সমবায় অফিসার ফসিয়ার, পাট অফিসার অমীয় চন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব।