মাছের ফেরিওয়ালা সেজে ফেনসিডিল পাচার : পাকড়াও

চুয়াডাঙ্গার গোয়েন্দা নজর এড়াতে পারেনি পারকৃষ্ণপুরের গোপাল হালদার

 

স্টাফ রিপোর্টার: ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা তথা মাছের ফেরিওয়ালা সেজে ফেনসিডিল পাচারের সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে দামুড়হুদা পারকৃষ্ণপুরের গোপাল হালদার। গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর বটতলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাইসাইকেলে বাধা মাছের হাড়ি থেকে উদ্ধার করা হয় ৪৮ বোতল ফেনসিডিল।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের মৃত বাদল হালদারের ছেলে গোপাল হালদার বেশ কিছু দিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলো। ভোরে মাছের ফেরিওয়ালা সেজে মাছের হাড়িতে ফেনসিডিল নিয়ে দর্শনা অভিমুখে রওনা হয়। পরানপুর বটতলার অদূরে ওত পেতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস, এএসআই জগদীশ চন্দ্র বসু এএসঅই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। উদ্ধার করা হয় দেশের অভ্যন্তরে পাচারমুখি ফেনসিডিল। আটকের পর গোয়েন্দা দফতরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকালই মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।