মাগুরা-১ উপনির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

 

স্টাফ রিপোর্টার: মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। উপ-নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অংশ নেয়া অন্য প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম (প্রতীক: আম, (বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের) বিএএফ) মাগুরা জেলা সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ রিফাত প্রতীক টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় প্রতীক: সিংহ।

চলতি বছরের ৯ মার্চ সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবর মারা গেলে মাগুরা-১ আসনটি শূন্য হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সিরাজুল আকবর এ আসন থেকে পর পর চার বার নির্বাচিত হয়েছিলেন।