মহেশপুর সীমান্ত থেকে পাচারের সময়ভিকটিম উদ্ধার : পাচারকারী আটক

 

 

মহেশপুরপ্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর মগদাসপুর সীমান্তে পাচার করার সময় এক ভিকটিমকে উদ্ধার করেছে বিজিবি এবং পাচারকারীকে আটক করেছে।

থানা ও বিজিবি সূত্রে প্রকাশ, মহেশপুর উপজেলা মগদাসপুর সীমান্তে শুক্রবার বিকেলে ভারতে পাচার করার উদ্দেশে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা সোলাকুড়ি গ্রামের এক যুবতীকে তোতা মিয়ার বাড়িতে নেয়া হয়। স্থানীয় জলুলী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হামিদ গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই ভিকটিমকে উদ্ধার এবং পাচারকারী রফিকুল ইসলামকে (২৭) আটক করেন। সে রাজবাড়ী জেলার রামকান্তপুর গ্রামের এখলাস ব্যাপারীর ছেলে।

এবিষয়ে শুক্রবার মহেশপুর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২’র ৭/৮ধারায় একটি মামলা রুজু হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, শবিবার সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করার জন্য ঝিনাইদহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং আসামি রফিকুলকে আদালতে চালান দেয়া হয়েছে।

উল্লেখ্য, মহেশপুর উপজেলার লেবুতলা এবং মগদাসপুর সীমান্তে ধুর পাচারের নামে নারী ও শিশুপাচার অব্যাহত রয়েছে।