মহেশপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পতাকা বৈঠকেও ফেরত দেয়া হয়নি

 

মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক বাংলাদেশি গরুব্যবসায়ী ফয়সাল আহমেদকে ফেরত দেয়নি বিএসএফ। সীমান্তে পতাকা বৈঠক হলেও তাকে ফেরত না দিয়ে বিএসএফ তাকে ভারতের কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

ঝিনাইদহ মহেশপুরের কুসুমপুর সীমান্তের ৬১ নং পিলারের ৭ নং সাব পিলারের কাছে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ২০ মিনিটি স্থায়ী বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে কুসুমপুর কোম্পানি কমান্ডার জফসের আলী ও ভারতের পক্ষে নোনাগঞ্জ কোম্পানি কমান্ডার এসি জবার সিং নেতৃত্ব দেন। বিজিবি জানিয়েছে, ভারতীয় থানায় হস্তান্তরের ফলে এ গরুব্যবসায়ীকে সে দেশের আইনগত প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত আসতে হবে। ফয়সাল আহমেদ (১৯) মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের খোকন মিয়ার ছেলে। গতকাল বুধবার ভোরে সে গরু আনার জন্য কুসুমপুর সীমান্তের ৬১ মেন পিলারের সাব পিলার ১৬’র পাশে নোম্যান্স ল্যান্ডে যায়। এ সময় সীমান্তের বিপরীতে ভারতের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নোনাগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়।