মহেশপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই করা ৫০ বস্তা চাল উদ্ধার

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে একটি পরিত্যক্ত ঘর থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করেছেন ডিবি পুলিশের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার অনন্তপুর গ্রাম থেকে চাল উদ্ধার করা হয়।

ঝিনাইদহ ডিবি পুলিশের সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান,গোপন সূত্রে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের একটি দল অনন্তপুর গ্রামের নজির উদ্দীনের ছেলে হানিফের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় হানিফ ও তার ভাই জালাল উদ্দীন এবং রফিকুলের পরিত্যক্ত ঘর থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ছিনতাই করে এখানে মজুদ করে রাখা হয়েছিলো বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কারা এই চাল মজুদ রেখেছে তা ডিবি পুলিশ অনুসন্ধান করছে।

এলাকাবাসী বলেছেন,অনন্তপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে হানিফ ট্রাক ছিনতাই চক্রের সদস্য। ট্রাক ছিনতাই করে চালগুলো তাদের বাড়িতে মজুদ করে রাখা হয়েছে বলে তারা মনে করছেন।