মহেশপুরে ৫ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন মেজবা

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের মেজবাউল নামে এক ব্যক্তি ৫ লাখ টাকার বিনিময়ে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। গত ২ মে রাতে মহেশপুর উপজেলা যাদবপুর গ্রামের জাহাবক্সের ছেলে মেজবাউলকে শাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। ৩ মে ৫ লাখ টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা।

এ বিষয়ে পরিবারের লোকজন মুখ খুলতে না চাইলেও একটি সূত্রে জানা গেছে, মাইক্রোবাসযোগে ঝিনাইদহের অজ্ঞাত স্থান থেকে তাকে ছাড়িয়ে আনা হয়। যাদবপুর ইউপির চেয়ারম্যান এবিএম শহিদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিবি বলেন, আমি শুনেছি ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে গিয়েছিলো। তার বিয়াই স্থানীয় আ.লীগ নেতা আয়ুব হোসেন গিয়ে তাকে ছাড়িয়ে নেন। এ বিষয়ে ঝিনাইদহের ডিবির ওসি দাউদ হোসেনে সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, এই নামে আমরা কাউকে চিনি না এবং তাকে আটকও করা হয়নি। অনেকে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে এ ধরনের কাজের সাথে জড়িত। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বিষয়টি তিনি জানেন না।