মহেশপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ ও জমি জোরপূর্বক দখল করে নেয়া চেষ্টার অভিযোগ

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের জলিলপুর বাজারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মৃত আয়ুব হোসেনের পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ এবং জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘ ১৭ বছর যাবৎ মহেশপুর উপজেলার জলিলপুর বাজারপাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত আয়ুব হোসেনের পরিবার ১১০ নং জলিলপুর মৌজার ৫৮৩ নং খতিয়ানের ১২৬৬ নং দাগের ২৫ শতক জমি ভোগ দখল করে আসছে। সম্প্রতি জোরপূর্বক একই এলাকার জহর আলী শেখে ছেলে সমসের আলী গং বে-আইনিভাবে মুক্তিযোদ্ধা পরিবারের এই জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে তারা এই পরিবারের ওপর কয়েক দফা হামলা করেছে। বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় এবং দফায় দফায় স্থানীয় ক্যাডার বাহিনী দিয়ে নানা ধরনের হুমকি দেয়ায় বীর মুক্তিযোদ্ধা মৃত আয়ুব হোসেনের পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
মৃত আয়ুব হোসেনের স্ত্রী মাজেদা খাতুন অভিযোগ করে বলেন, সমসের আলী গং দীর্ঘদিন ধরে আমাদের ওপরে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম আমাদের বাড়িতে এসে বাড়ি-ঘর তল্লাশি করে এবং নানা ধরনের হয়রানি করে। এ সময় তারা বাড়ি থেকে কোনো কিছুই পায়নি। আমাদেরকে ফাঁসানোর জন্য ওই বিবাদীপক্ষ ষড়যন্ত্র করেছিলো। তারা আমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নানা ধরনের পাঁয়তারা করছে। এ বিষয়ে মাজেদা বেগম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ইতঃপূর্বে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করলে তিনি মহেশপুর থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু স্থানীয় দালাল চক্র থানাকে ভুল বুঝিয়ে তার কোনো সুরাহ করতে দেয়নি। এ বিষয়ে সমসের আলীর সাথে মোবাইলফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।