মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ৯

মহেশপুর প্রতিনিধি: ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ মহিলাসহ ৯ জন আহত হয়েছেন। আহতদেরকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

                এলাকাবাসী জানায়, গত শুক্রবার ছিলো মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর কলোনির প্রাথমিক বিদ্যালয়মাঠে কোটচাঁদপুর উপজেলার মহনপুর গ্রাম ও মহেশপুরের আলামপুর কলোনির মধ্যেকার ফুটবল খেলা। যথারীতি বিকেল ৪টায় খেলা শুরু হয়। খেলার শেষের দিকে আলামপুর কলোনি ও পার্শ্ববর্তী কুলবাগান গ্রামের দর্শকদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হলেও এক পর্যায়ে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরের দিকে কুলবাগান গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক মাঠে কাজ করার সময় আলামপুর কলোনির লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ৩ মহিলাসহ ৭ জন আহত হন। পরে উভয় পক্ষের সংঘর্ষে আরো ২ জন আহত হন। আহতরা হচ্ছেন আলামপুর কলোনির আনোয়ার হোসেন (১৮), আলমগীর (২৪), রুহুল আমিন (৫০), হাবিবুর রহমান (৫৫), আব্দুস সাত্তার (৪০), লাইলী খাতুন (৩৫), সামছুন নাহার (৪০), শাহানারা (৪০) এবং কুলবাগানের ফজলুর রহমান (৫৫) ।
এ ব্যাপারে আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী বলেন, ফুটবল খেলায় ফাউল ধরা নিয়ে দর্শকদের মাঝে কথা কাটাকাটির পর হাতহাতি হয়ে থেমে যায়। শনিবার আবার ওই ঘটনা নিয়ে কুলবাগানের কিছু উচ্ছৃঙ্খল ছেলে আচমকা হামলা চালিয়ে ৯ জনকে আহত করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ রিপোর্ট খেলা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।