মহেশপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা : আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা। আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার নাটিমা ইউপির দ্বারিয়াপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার(২৫)এর সাথে ৪ বছর আগে একই উপজেলার মথুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল(২৮)এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তানিয়ার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি সকলে মিলে যৌতুকের দাবীতে তার উপর অমানুষিক নির্যাতন চালাতো। তানিয়ার বাবা নাসির উদ্দিন জানান, তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি জামাই আসাদুলকে ১লক্ষ টাকা যৌতুক দেন। কিন্তু এতেও তাদের যৌতুকের চাহিদা মেটে না। সংসারে অভাব দেখা দিলেই যৌতুকের জন্য তানিয়াকে শারীরিক ও মানষিক নির্যাতন করতো। গত ৫/৬/১৬ইং তারিখে রাত আনুমানিক ৪টার সময় আসাদুল তানিয়াকে শ্বাশরুদ্ধ করে হত্যা করে। আমার কাছে মোবাইল করে জানাই তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার জামাই আসাদুল হত্যাটিকে আত্মহত্যা বলে প্রচার চালায়। নাসির উদ্দিন মেয়ে হত্যার সঠিক বিচার চেয়ে প্রশাসনের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, তানিয়ার ২টি শিশু সন্তান রয়েছে।